০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

টুইটার আর সবার জন্য বিনামূল্যে নয়?

- ছবি : সংগৃহীত

এখন থেকে সবার জন্য বিনামূল্যে টুইটার ব্যবহার নয়- এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানটির নতুন মালিক ইলন মাস্ক।

তিনি জানিয়েছেন, এখন থেকে সরকার, সরকার অধিকৃত সংস্থা এবং বাণিজ্যিক সংস্থার টুইটার হ্যান্ডল ব্যবহারকারীদের কাছে থেকে টুইটার ব্যবহারে টাকা নেয়া হবে। টাকার অঙ্কের পরিমাণ খুব বেশি হবে না বলেও জানিয়েছে তিনি।

তবে তিনি জানিয়েছেন, সাধারণ ব্যবহারকারীদের টুইটার ব্যবহার করার জন্য কোনো টাকা দিতে হবে না। আগের মতোই বিনামূল্যে তারা এই মাইক্রোব্লগিং সাইট ব্যবহার করতে পারবেন।

মঙ্গলবার (৩ মে) একটি টুইট করে এ কথা জানালেন টুইটারের নতুন মালিক মার্কিন ধনকুবের ইলন মাস্ক।

তিনি টুইটে লেখেন, ‘সাধারণ মানুষের জন্য টুইটার সব সময়ই বিনামূল্যে পরিষেবা দেবে। তবে সরকার, সরকার অধিকৃত সংস্থা এবং বাণিজ্যিক সংস্থার ব্যবহারকারীদের টুইটার ব্যবহার করতে সামান্য খরচ বহন করতে হতে পারে।’

টুইটারের একক মালিকানা পাওয়ার পর থেকেই ইলন টুইটারের কার্যপ্রণালীতে বদল আনতে পারেন বলে মনে করা হচ্ছিল। টুইটারকে আরো উন্নত উপায়ে মানুষের কাছে পৌঁছে দেয়া হবে বলেও তিনি উল্লেখ করেছিলেন।

কার্যপ্রণালীতে বদল আনতে, ইলন টুইটারের সিইও পরাগ অগ্রবাল এবং আইনি প্রধান বিজয়া গাড্ডেকে পদ থেকে সরাতে পারেন বলেও জল্পনা উঠেছে।

টুইটার ব্যবহারের আগে থেকেই ইলন এই মাইক্রোব্লগিং সাইটের কার্যপ্রণালী নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছেন। এমনকি, টুইটারে মানুষের বাকস্বাধীনতা যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না বলেও তিনি দাবি করেন। কারণ হিসেবে টুইটারের একাধিক মালিকানা থাকাকেই দায়ী করেছিলেন তিনি।

উল্লেখ্য, ২৫ মার্চ টুইটার কিনে নেন ইলন। ৪ হাজার ৪০০ কোটি ডলার (বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ৩ লাখ ৮১ হাজার ২৪ কোটি ৬৯ লাখ টাকা)-এর বিনিময়ে এই মাইক্রোব্লগিং সাইটের মালিকানা পান তিনি।

সূত্র : রয়টার্স


আরো সংবাদ



premium cement
ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ঢাকা ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা : উপদেষ্টা আসিফ ২২ ফেব্রুয়ারি হাবের নির্বাচন রাজধানীতে পৃথক ঘটনায় কুপিয়ে ও শ্বাসরোধে ২ জনকে হত্যা ৪২ লাখ টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ডিএমপি কমিশনারের সাথে য্ক্তুরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সাক্ষাৎ তারুণ্যের উৎসবে স্থান পাচ্ছে জুলাই আগস্টের তথ্যচিত্র মৃত্যুবার্ষিকী : রফিকুল ইসলাম আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩ ১০ লাখ টাকার অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর

সকল